সন্তোষ মন্ডল, আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৬২ জন। এই কথা জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।জানা গিয়েছে এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিভ ১৯ বুলেটিনে জারি করা হয়েছে, পশ্চিম বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই জেলায় এখনও মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩৬৬২ জন হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন।এখনও পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৬৪ জন। এখনও পর্যন্ত এই জেলায় ৩০ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত জেলায় মৌট অ্যাকটিভ কেশ ৮৬৮ রয়েছে। প্রসঙ্গত, দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ ছড়াচ্ছে। ইতিমধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরেও করোনা সংক্রমণ ছড়াচ্ছে। এই নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে সকলকেই সরকারি স্বাস্থ্য বিধি মেনেই চলার আবেদন জানানো হয়েছে। এর পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফে কনটেন্টমেন্ট জোন গুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এমনকি জেলার বিভিন্ন এলাকায় স্যানিটাইজ করা হচ্ছে।সব মিলিয়ে জেলা প্রশাসনের তরফে করোনা মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।