দেশে করোনা সংক্রমণ শীর্ষে উঠবে মে মাসেই

43

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের দৈনিক হার কিছুটা কমলেও উদ্বেগ কমছে না। কারণ দৈনিক সংক্রমণের সংখ্যাটা ১০ হাজারের উপরেই রয়েছে। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সংক্রমণের হার আরও ঊর্দ্ধগামী হবে।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৩ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ১১ হাজারের সামান্য কম। তবে উদ্বেগজনক বিষয় হল, দেশে সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৭ হাজার ৫৪২। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ১৯ জনের। সুস্থতার হারও সামান্য হলেও নিম্নমুখী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। কিছুদিন আগেই এই হার ৯৯ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দেশের মধ্যে মহারাষ্ট্র এবং দিল্লির পরিসংখ্যান সবথেকে উদ্বেগজনক।

বিশেষজ্ঞদের মতে, এই পর্বে দেশে করোনা সংক্রমণ শীর্ষে উঠবে মে মাসেই। দৈনিক সংক্রমণ ৫০ হাজার থেকে ৬০ হাজারে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে করোনার নতুন এই স্ট্রেন ততটা বিপজ্জনক নয় বলেও দাবি করেছেন বিশেষজ্ঞদের। এক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার তেমন প্রয়োজন পড়ছে না। বাড়িতে থেকে চিকিৎসা করেই সুস্থ হয়ে উঠছেন বেশীরভাগ রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here