রূপনারায়ানপুর আই.টি.আই কোভিড পরিষেবা কেন্দ্র উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়

345

সংবাদদাতা , সালানপুরঃ- বুধবার কোভিড পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় । ব্লক স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় ও বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে রূপনারায়ানপুর আই টি আই সেন্টারে মধ্যে ২১ টি বেডের কোভিড পরিষেবা কেন্দ্রের গঠন করা হয়। আজকের এই কোভিদ পরিষেবা কেন্দ্রের উদ্বোধন এ উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের বিডিও অদিতি বসু,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান ও ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং।

বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ” যে হারে সারা দেশে করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে সর্ব প্রথম সাধারণ মানুষকে সচেতন থাকা উচিত, কয়েক দিনে সালানপুর, রূপনারায়ানপুর, চিত্তরঞ্জন শহরে করোনার বৃদ্ধি হয়েছে । প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে । অনেক মানুষ অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে। মানুষের এই অসুবিধার কথা মাথায় রেখে ব্লক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কোভিড পরিষেবা কেন্দ্রের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ১০ টি বেডের পরিষেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো । কিন্তু সেই বেডের সংখ্যা বাড়িয়ে ২১ টি বেড তৈরি করা হয়েছে । এখানে অক্সিজেন, ওষুধ সহ নার্স ও পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্র থেকে ডাক্তার ব্যাবস্থা করা হয়েছে। যেসব মানুষ করোনা আক্রান্ত হবে তারা পিঠাকেয়ারী হাসপাতালে নিজেদের চিকিৎসা করিয়ে হোম আইসোলেশন হতে পারেন । তাছাড়া এই পরিষেবা কেন্দ্রে আসতেও পারেন। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে প্রায় ১০০ মানুষের থাকা ও খাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। তাছাড়া আমি চেষ্টা করছি বারাবনি ব্লকে এমন এক পরিষেবা কেন্দ্র খোলার।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here