সংবাদদাতা, বাঁকুড়াঃ- এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক গ্রাস করেছে নোবেল করোনাভাইরাস। এই ভাইরাস থেকে মুক্তির উপায় খুঁজতে একযোগে লড়াই করে চলেছেন পৃথিবীর সমস্ত দেশগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দিয়েছেন। বিভিন্ন জেলাতে গড়ে তোলা হয়েছে একাধিক কোভিড হাসপাতাল। পাশাপাশি সরকারি উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে কোভিড পরীক্ষা করানো হচ্ছে। কিন্তু তারপরও প্রত্যন্ত গ্রামগুলিতে এমন অনেক মানুষ রয়েছে যাদের কোভিড পরীক্ষা করানো সম্ভব হচ্ছে না। এবার সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এলেন বাঁকুড়া জেলার ইন্দাস কালীবাড়ি সমিতির সদস্যরা।
এদিন তাদের উদ্যোগে এবং ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় ৪০ জন সাধারণ মানুষের কভিড পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়। যাদের মধ্যে সাত জন ছিলেন মহিলা। ইন্দাস কালী বাড়ি সমিতির প্রেসিডেন্ট বিশ্বনাথ ভট্টাচার্য বলেন-আমরা সাধারণ গরীব মানুষদের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছি। অনেক গরীব মানুষ আছেন যারা পয়সা খরচ করে পরীক্ষা করা সম্ভব নয়। তাদের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ। গ্রামবাসীর দেবজ্যোতি সেন বলেন অন্যত্র গিয়ে কোভিড পরীক্ষা করানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। ইন্দাস কালীবাড়ি সমিতির সদস্যরা এই উদ্যোগ গ্রহণ করেছেন আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।