সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট মূল ওন্দার বুকেই। ওন্দা হাইস্কুল ফুটবল গ্রাউন্ডে ওন্দা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়ে চলেছে বিগত ৭ বছর ধরে, এবার এই ও পি এল ৮ বছরে পদার্পণ করলো। মোট ১৬ টি টিম নিয়ে এই টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয় প্রতিবছর ৩১ শে ডিসেম্বর। তীব্র আলোড়ন সৃষ্টিকারী এই ক্রিকেট টুর্নামেন্ট ওন্দাবাসীর কাছে এক আবেগপূর্ণ স্থান দখল করে নিয়েছে। ফাইনালে যার দর্শক প্রায় চার হাজার হয়। এতবড় একটি ম্যাচ যার ফাইনালে কোনো দর্শক ক্যাচ নিতে পারলেই পুরস্কার রয়েছে নগদ ২ হাজার টাকা। বহু দর্শক এই পুরস্কারের অধিকারী হয়ে আসছে বিগত বছর ধরেই। ফাইনালে মোট ১০ ওভারের এই খেলা। ওন্দার বহু মানুষ প্রতি বছর ও পি এল কমিটিকে সহযোগিতা করে আসছেন। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ও পি এল কমিটির পক্ষ থেকে ওইদিন রাতেই অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অর্কেস্ট্রা হাঙ্গামা। বহু নামীদামী শিল্পী এই অনুষ্ঠানকে আলোকিত করেন। দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং বহু দুঃস্থ মানুষকে কম্বল প্রদান করা হয় এই অনুষ্ঠানে। রাত ১২ টার সময় বাজী ফাটানোর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।