সংবাদদাতা, পানাগড়ঃ- উদ্যোক্তারা জানিয়েছেন মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় একাদশ বনাম দুর্গাপুর একাদশের মধ্যে। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলার সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেবদাস বক্সী। এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। রিং চূড়ান্ত পর্যায়ের খেলায় দুর্গাপুর একাদশকে হারিয়ে জয়ী হয় কাঁকসা একাদশ। এদিন চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা দেখতে মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।