সংবাদদাতা, বাসন্তী:- পুজোর শেষে তৎপর হয়ে উঠল বাসন্তী থানার পুলিশ। উদ্ধার প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বোমা সহ বাকিবুল্লা সরদার (৩৪) ওরফে ভানু নামে এক দুষ্কৃতী গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে, বাসন্তী থানার কাঠালবেরিয়া খেরিয়া সরদারপাড়া থেকে গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে এক দুষ্কৃতী সহ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র আটক করে পুলিশ। যার মধ্যে, তিনটি লং পাইপগান, একটি ওয়ান শাটার পাইপগান ও ১৬ রাউন্ড কার্তুজ সহ ১৭ টি বোমা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। আরো অস্ত্রশস্ত্র মজুদ আছে কিনা ও এর পিছনে জড়িতদের তদন্তে তল্লাশি শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।