সংবাদদাতা, বর্ধমানে:- শুক্রবার গভীর রাতে হুগলী স্টেশন এর কাছে লক্ষ্মী কর্মকার নামে এক বৃদ্ধাকে ঘর থেকে বার করে এনে নিশংস ভাবে খুন করে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে পলাতক সঞ্জয় রাজবংশী কে গ্রেফতার করল বর্ধমান জিআরপি পুলিশ। জানা গেছে শুক্রবার বর্ধমান স্টেশনের লোকাল ট্রেনে নেমে সেখান থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস এর চেপে পালানোর চেষ্টা করার সময় জিআরপি তাকে গ্রেপ্তার করে। পরে হুগলির জিআরপির হাতে তাকে তুলে দেওয়া হয় । পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে শুক্রবার রাত্রে লক্ষ্মী কর্মকার নামে ওই বৃদ্ধা খুন করার ঘটনায় ব্যাপারে আড়োলের সৃষ্টি হয়। একাধিক দুষ্কৃতী কাজে অভিযুক্ত সঞ্জয় রাজবংশী তাকে খুন করার পর পালিয়ে যায় সঞ্জয় রাজবংশী তাকে খুন করার পর পালিয়ে যায় সঞ্জয় রাজবংশী খোঁজে রাজ্য পুলিশ তল্লাশি শুরু করে । গোপন সূত্রে পুলিশ খবর পায় বর্ধমান হয়ে সে পালানোর চেষ্টা করছে। এরপরেই নজরদারি শুরু হয়, ধরা পড়ে বর্ধমান থেকে কুখ্যাত খুনি সঞ্জয় রাজবংশী।