জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,কলকাতাঃ-বিগত পাঁচ বছরের মতো সংস্থার কচি-কাঁচাদের নিয়ে গত ৩১ শে মার্চ বসন্ত উৎসবে মেতে উঠল কলকাতার বেহালা সংলগ্ন সরশুনা (২৯/১ রাম রোড) পঞ্চম মিউজিক অ্যাকাডেমি। উৎসব উপলক্ষ্যে অ্যাকাডেমির নিজস্ব ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশিত আধুনিক গান, রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত, নৃত্য , আবৃত্তি, ভাষ্য পাঠ ইত্যাদি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শুধু অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা নয় বেশ কয়েকজন অভিভাবকও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়ে অদ্রিজা, অনুরাগ, সায়ন্তিকা, শতরূপা, গৌতম, শম্পা, অরুণিমা, সঞ্জীব, সৃজিতা, শ্রীশা, উপাসনা, সৈকত, দেবষ্মিতা, রুহি, রাজোশী, শ্বেতাংশি, অহনা, তোষাণি, প্রতিমা, অরুণিমা, সমর্পিতা, শতরূপা, সন্দীপ, শর্মিষ্ঠারা খুব খুশি। এমনকি দুই অভিভাবিকা সুতপা দাস ও পিঙ্কি দাসকেও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সঞ্জীব জয়সওয়াল।
পঞ্চম অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা তথা শিক্ষিকা অন্তরা মুখার্জ্জী বলেন, “এখানে শুধু সঙ্গীত শিক্ষা দেওয়া হয় না, শিক্ষার্থীদের স্বার্থে প্রতি বছর বসন্ত উৎসব, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী সহ একাধিক উৎসব পালিত হয়। এমনকি কলকাতার বিভিন্ন প্রান্তেও অনুষ্ঠান করা হয়। এখানকার শিক্ষার্থীরা যাতে তাদের অধীত বিদ্যা দর্শকদের সামনে উপস্থাপনা করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকে।” প্রসঙ্গত অন্তরা দেবী নিজে একজন পেশাদার সঙ্গীত শিল্পী।