নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে হাজার হাজার টাকা কাটমানি খাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। আর সেই কাটমানি টাকা ফেরানোর দাবীতে পঞ্চায়েত সদস্যার নামে আজ ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে ষাট জন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার গোপাল পুর পঞ্চায়েতে। যেখানে আজ প্রায় ষাটজন গ্রামবাসী গোপালপুর গ্রাম পঞ্চায়েতে, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা নীলা সর্দারের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগে ক্যানিং থানায় তারা একটি লিখিত অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।