eaibanglai
Homeএই বাংলায়সাইবার রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউটের বিজনেস ফেস্টিভ্যাল-২০২৩ উদ্বোধনে পরমব্রত চট্টোপাধ্যায়

সাইবার রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউটের বিজনেস ফেস্টিভ্যাল-২০২৩ উদ্বোধনে পরমব্রত চট্টোপাধ্যায়

সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ- মহাসমারোহের সাথে আজ বর্ধমান শহরে শুরু হল সাইবার রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউটের বিজনেস ফেস্টিভাল-২০২৩। আগামী দু’দিন ধরে চলবে এই উৎসব। এই উৎসবের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘এক্সপোজার ২০২৩’ । এ বছরের এই উৎসবে থাকবে এক্সিবিশন, সেমিনার, প্রদর্শনী, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ ও আগামীকাল দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই বিজনেস ফেস্টিভাল। বর্ধমান শহরের নামকরা সাইবার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এই বিজনেস ফেস্টিভাল এক্সপোজার-২০২৩ উৎসবটি আয়োজন করছে। প্রতি বছরের ন্যায় এ বছরও বর্ধমান সাইবার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এর সকল ছাত্র-ছাত্রীরা সমবেত হয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করেছে বিগত কয়েক সপ্তাহ ধরে।

আজ এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিখ্যাত চিত্র তারকা পরমব্রত চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ডাক্তার সুজিত চৌধুরী, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডাক্তার প্রফেসর সুনীল কারফর্মা সহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডাক্তার সুকান্ত সেন। এদিনের উদ্বোধনী ভাষণে বর্ধমান সাইবার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এর সেক্রেটারি শেখর মুখার্জি বলেন, “এবছর সংস্থার পক্ষ থেকে এবারের থিম রিনিউবল এনার্জি (নবায়নযোগ্য শক্তি) র উৎস খুঁজে বের করে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করাই মূল উদ্দেশ্য এই বছরের অনুষ্ঠানে।”

আগামীকাল এই সংস্থার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। এদিন বর্ধমান সাইবার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীরা প্রায় ৩০ টি স্টলের মাধ্যমে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কিভাবে শক্তির উৎসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুরক্ষিতভাবে তুলে ধরা যেতে পারে সে বিষয়ে বিভিন্ন রকমের মডেল তৈরি করে মুগ্ধ করেন উপস্থিত সকল আগত অতিথিদেরকে। এ বছরের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ জি বাংলা চ্যানেলের বিখ্যাত ইন্ডিয়ান আইডল খ্যাত কুশল পাল ও প্রীতি বসুর এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হবে লোকসংস্কৃতি মঞ্চে বর্ধমানে বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments