মোকার পর এবার সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণীঝড় ফ্যাবিয়েন

53

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– মোকার পর এবার ফ্যাবিয়েন। ভারত মহাসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণীঝড় ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে ফুঁসছে। একাধিক ওয়েদার সাইটের পূর্বাভাস যেভাবে শক্তি বাড়াচ্ছে ফ্যাবিয়েন তাতে এই ঝড়ের দাপট মোকাকেও ছাড়িয়ে যাবে।ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থিত সমুদ্রের ওপর ফুঁসছে এই সাইক্লোন ফ্যাবিয়ান।

আবহাওয়াবীদদের মতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ফ্যাবিয়েন পরিণত হবে গভীর শক্তিশালী ক্রান্তিয় ঘূর্ণিঝড়ে। সে সময় এর গতিবেগ হবে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। স্যাটেলাইট ইমেজ এমনটাই ধরা পড়েছে ।

প্রসঙ্গত গত সপ্তাহেই বাংলাদেশ ও মায়নমারের তাণ্ডব লীলা চালিয়েছে মোকা। যার জেরে কার্যত লন্ডভন্ড হয়ে যায় মায়ানমার উপকূল। কিন্তু, সেই মোকাকেও এবার হার মানাবে ফ্যাবিয়েন। তবে এই মারাত্মক শক্তিশালী ঝড়ের টার্গেটে ভারত নেই। ভারত মহাসাগরের দিয়েগো গ্র্যাসিয়া আইল্যান্ডের দিকে এই ঝড় এগোচ্ছে। আর এই ঝড় ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রবল হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ভারত মহাসাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে (দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া)। বুধবার রাত সাড়ে ১১টার পর থেকে শক্তিক্ষয় হবে ফ্যাবিয়েনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here