আগামী সপ্তাহেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা

53

এইবাংলায় ওয়েব ডেস্কঃ- আগামী সপ্তাহেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, জানিয়ে দিল মৌসম ভবন। এর আগে মার্কিন ওয়েদার সংস্থা জানিয়েছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হবে সাইক্লোন বা ঘূর্ণিঝড়৷ এবার সেই তত্ত্বেই সিলমোহর দিল আইএমডি। আইএমডি’র পূর্বাভাস অনুযায়ী ৬ ই মে ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। ৭ মে নিম্নচাপে পরিণত হবে সেটি। ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বঙ্গোপসাগরের উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়। যদিও আমেরিকা ও ইউরোপের মডেল অনুযায়ী এই ঘূর্ণিঝড় ওড়িশা, বাংলাদেশ ও মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে।

অতীতের ইতিহাস বলছে ওড়িশায় ঘূর্ণিঝড় হলে তার কমবেশি প্রভাব পড়ে বাংলাতেও। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরের নানা এলাকা, সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনায় এর প্রভাব পড়ে। মোকার আতঙ্ক সেই সব এলাকাতেও।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওড়িশার পাশাপাশি বাংলার উপরও ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়তে পারে। আর তাতেই আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

এর আগে ফণী, আমফান ও  ইয়াসের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। যার ব্যাপক প্রভাব পড়েছিল। ক্ষয়ক্ষতিও হয়েছিল অনেক। ফলে মোকাও যে সেই রূপ দেখাবে না এমন কোনও নিশ্চয়তা নেই। ঘূর্ণিঝড় মোকা নিয়ে মঙ্গলবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতরের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে ইতিমধ্যেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here