সংবাদদাতা, কালনা:- মাথায় বন্ধুক ঠেকিতে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুই ঘন্টা ধরে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটলো কালনার বাঘনাপাড়া রথতলা গ্রামে। সাত জন ডাকাত মিলে ৮০ হাজার নাগাদ টাকা ও ২৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দলেরা। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা পুলিশ। জনা সাতেক ডাকাত দলেটি প্রায় রাত একটা নাগাদ বাড়ির পাশের গ্রিলের তালা ভেঙে সশস্ত্র অবস্থায় হুড়মুড়িয়ে ঢুকে পরে। ঘুমের মধ্যে কিছু বোঝার আগেই ঘরের দরজা ধাক্কা মেরে ঢুকে প্রথমে মাথায় বন্ধুকে ঠেকিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে বাড়ির সকল সদস্যদের ভয় দেখিয়ে টাকা ও সোনার গয়না লুট করে। বাড়ির প্রধান সদস্য কে মারধর করে ডাকাতরা। সকলকে একটি ঘরে আটকে রেখে প্রায় দুই ঘন্টা ডাকাতি করে ডাকাতরা। পরে জমির পথ ধরে পালাই ডাকাতরা।