সংবাদদাতা, বাঁকুড়াঃ- দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে যাতায়াতের একমাত্র রাস্তা। বারবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে তাজপুর, ব্রাহ্মণডিহা, পুড়োকোন্দার বাসিন্দারা বালি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ শুরু করেন। ঠিক এই ছবিই দেখা গেল বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের ব্রাহ্মণডিহায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বড়জোড়া থেকে তাজপুর হয়ে পখন্না পর্যন্ত প্রায় বারো কিলোমিটারের এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষাকাল আসাতে আরও বেশি সমস্যায় সাধারণ মানুষ। রাতের অন্ধকারে রাস্তা খারাপের জন্য প্রায়ই ঘটছে দুর্ঘটনা তা চোখে পড়লেও হুশ আসছে না পঞ্চায়েত কর্তৃপক্ষের। তার উপর বালি বোঝাই গাড়ি যাতায়াতে শোচনীয় দুরাবস্থা রাস্তার। স্থানীয় বাসিন্দা শশধর কুম্ভকার, রঘুনাথ ঘোষ- এর কথায়, তিনটি বালি খাদান ও পাঁচটির মত ইটভাটার গাড়ি রাস্তার উপরে যাতায়াতের জন্য বড় বড় গর্ত হয়েছে রাস্তায়, এর ফলে মারাত্মক সমস্যা রোগীদের। তাই প্রশাসনের কাছে আমাদের আবেদন, দয়া করে অতি দ্রুত রাস্তা সারাইয়ের ব্যবস্থা নেওয়া হোক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া থানার পুলিশ। পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।