eaibanglai
Homeদক্ষিণ বাংলাদামোদরের অপরুপ সৌন্দর্য টানছে পর্যটকদের

দামোদরের অপরুপ সৌন্দর্য টানছে পর্যটকদের

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ঃ শীতকাল মানেই কিছুটা স্বস্তির নিঃশাস ফেলা. সারা বছর এর ব্যস্ত জীবন থেকে একটু বেরিয়ে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন করা. দূরে কোথাও পাড়ি দেওয়া কিংবা কাছেপিঠেই কোথাও পিকনিক এর আনন্দ উপভোগ করতে বেরিয়ে পড়েন প্রায় প্রত্যেকেই. শীত পড়তে না পড়তেই বিভিন্ন পর্যটক কেন্দ্র গুলোতে ভীড় জমাচ্ছেন পর্যটকরা । সেই মত সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের দামোদর নদীর অপরুপ সৌন্দর্য টেনে আনছে দুর দূরান্ত থেকে পর্যটকদের । এই নদীতে রয়েছে একটি ড্যাম যাকে রণডিহা ড্যাম হিসাবেই চেনে সবাই । বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে মুকুটমনিপুর ও অযোধ্যার পর এই দামোদর নদী ও ড্যাম পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা । বাঁকুড়া , পুরুলিয়া , দুর্গাপুর , বর্ধমান এমনকি ভিন রাজ্য থেকেও এখানে পর্যটকরা পিকনিক করতে আসেন । যদিও স্থানীয়দের অভিযোগ রণডিহা ড্যামে জল আটকে রাখার যে গেট রয়েছে তার একেবারে মাথায় উঠে পড়ছেন আগত পর্যটকরা । সেখান থেকে পড়ে গেলে প্রাণ হানির মত ঘটনা ঘটতেই পারে । এমনকি তাঁদের সতর্ক করার মতো কোনো প্রশাসনিক নিরাপত্তা নেই। এ বিষয়ে সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , এখনও পর্যন্ত কোন দুর্ঘটনা ঘটে নি । ডিভিসি কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন বলেও তিনি জানান ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments