eaibanglai
Homeএই বাংলায়পানাগড়ের কাঁকসায় জমে উঠেছে দান বাবা মেলা

পানাগড়ের কাঁকসায় জমে উঠেছে দান বাবা মেলা

সংবাদদাতা, পানাগড়ঃ- গত ৯ মার্চ থেকে শুরু হয়েছে পানাগড় এ দান বাবা মেলা। ইতিমধ্যে মেলা জমে উঠেছে। মেলায় বিভিন্ন সামগ্রীর দোকানের পাশাপাশি বসেছে নানান স্বাদের খাবারের দোকান। বসেছে নানান ধরনের মিষ্টি খাজা, গজা, জিলিপির দোকান। ইতিমধ্যে মেলা জমে ওঠায় প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমছে মেলায়। মেলায় আগত সমস্ত দর্শনার্থীরা মেলায় নানান স্বাদের খাবার উপভোগ করছেন। দান বাবা মেলার সব থেকে বেশী আকর্ষণীয় হল এখানকার প্রসিদ্ধ খাজা। প্রায় ৯০ শতাংশ দর্শনার্থী বাড়ি ফেরার সময় খাজা কিনেই বাড়ি ফেরেন। কিন্তু প্রশ্ন হল রাস্তার ধারে এবং মেলার মধ্যে খোলা অবস্থায় থাকা খাজা হোক বা অন্যান্য খাবার কতটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই বিষয়ে কোন ভ্রুক্ষেপ নেই বিক্রেতা থেকে ক্রেতা কারোর ই। যদিও বিক্রেতারা বলেন তারা সমস্ত খাবার ঢাকা দিয়েই রাখে। মিষ্টি ও অন্যান্য খাবারের জিনিস তৈরির সময় ঢাকা থাকে না। যদিও এদিন সকাল থেকেই খোলা অবস্থায় থাকা খাবার কিনছেন অনেকেই। এক ক্রেতা বিষয়টি বুঝতে পেরে বলেন এসব খাবার খেলে নির্ঘাত পেটের সমস্যা হতে পারে। কাউন্ট মিষ্টি এবং মেলায় বিক্রি হওয়া খাজা আমরা কেউ ধুয়ে খাই না। সারাদিন ধরে জমে থাকা ধুলো সবই মানুষের পেটে যাচ্ছে। অপরদিকে মেলা কমিটির সদস্যরা জানিয়েছেন তারা বিক্রেতাদের আগেই জানিয়েছিলেন সমস্ত খাবার ঢেকে বিক্রি করার জন্য। কিছু দোকানদার সমস্ত খাবার ঢেকে রাখলেও অধিকাংশ দোকানদার সেটা মানছেন না। হলে মেলা কমিটি পক্ষ থেকে ফের উদ্যোগ নিয়ে দোকানদারদের মাইকিং করে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন মেলা কমিটির এক সদস্য পিরু খান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments