সংবাদদাতা,মুর্শিদাবাদ:-
বিকেলের পরে সুতি থানা এলাকায় একটি পুরাতন বাড়ির ভিতরে চলা অবৈধ রহস্য জনক আইসক্রিম ফ্যাক্টরির ভিতরে বিস্ফোরণে কেঁপে উঠে গোটা এলাকা।ঘটনায় মৃত্যূ হয় ১জনের গুরুতর আহত ২। মৃতের নাম হালসানা ধুলু(৬৭)। তার বাড়ী নদিয়ার তেহট্ট থানার জাননগর এলাকায়। জখম হয়েছেন কামীরুল ইসলাম ও ওই অবৈধ ফ্যাক্টরির মালিক লুৎফুর রহমান কে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যা নাগাদ তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।ঘটনার খবর পেয়েই সুতি থানার বিশাল পুলিশ বাহিনী ও ধূলিনায় থেকে দমকলের একটি ইঞ্জিন এসে পৌছাই।জনা যায় দীর্ঘ কয়েক বছর ধরে রহস্য জনক ভাবে ওই আইক্রিম কারখানার ভিতরে চলতো নানা ধরনের অবৈধ কারবার। এদিন হটাৎ বিস্ফোরণ সঙ্ঘটিত হয়। বাড়ির চারপাশে নোংরা স্তুপ। তারই মাঝে গড়ে উঠেছিল এই কারখানা। স্থানীয়দের দাবি ওবৈধ কারখানার পাশাপাশি এইখানে চলতো সমাজ বিরোধী মূলক কার্যকলাপ।কি কারনে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে ফরেন্সিক দল।