দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস

33

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- আজ ২১ মে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩২ তম প্রয়াণ দিবস। এই দিনে দেশ জুড়ে প্রিয় নেতা তথা দেশের প্রাক্তন প্রধান মন্ত্রীর প্রতি নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয় কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। শ্রদ্ধা জ্ঞাপন করেন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। পাশাপাশি প্রতিবারের মতো এবারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের কনষ্ঠিতম প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, ১৯৯১ সালের আজকের দিনে নির্বাচনী প্রচারে গিয়ে তামিলনাড়ুতে আত্মঘাতী বিস্ফোরণে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তারপর থেকেই রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ মে দিনটি শোক দিবস হিসাবে পারল করে জাতীয় কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজনীতিক ফিরোজ গান্ধীর ছেলে রাজীব গান্ধীর। ১৯৪৪-এর ২০ অগস্ট তৎকালীন বোম্বে (মুম্বই)-তে জন্ম হয় তাঁর। পরবর্তীতে দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। মাত্র ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রীর শপথ নেওয়া রাজীবই ছিলেন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ।

রাজনীতিতে পা দেওয়ার আগে রাজীব গান্ধী ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইনসের এক পেশাদার বিমানচালক। মা দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও, ১৯৮০ সালে কনিষ্ঠ ভ্রাতা সঞ্জয় গান্ধীর মৃত্যুর আগে পর্যন্ত রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক ছিল না রাজীবের। ১৯৮৪ সালে অপারেশন ব্লু স্টারের প্রতিক্রিয়ায় আততায়ীর হাতে মৃত্যু হয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তাঁর মৃত্যুর পর জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ রাজীবকেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে। এরপর খুব কম সময়েই জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here