সংবাদদাতা মুর্শিদাবাদ:-
শীতের রাতে মঙ্গলবার বাজার থেকে বাড়ি ফেরার পথে পন্য বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে বড়ঞা থানার সুন্দরপুর ময়ূরাক্ষী ব্রীজের কাছে। মৃতের নাম জগন্নাথ মন্ডল(৪২)। বাড়ি বড়ঞা থানার জাঁওহারী গ্রামে। ঘাতক লরি সহ চালককে আটক করেছে বড়ঞা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেপরোয়া গতিতে লরিটি আসার সময় সাইকেল আরোহী জগন্নাথ মন্ডলকে পিছিন থেকে ধাক্কা মারে। পরে গেলে লরির পিছনের চাকা তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার জেরে দীর্ঘ সময় হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কের ওপর যান চলাচল বন্ধ হয়ে পরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তুলে নিয়ে গেলে স্বাভাবিক হয় যান চলাচল।