সংবাদদাতা, মুর্শিদাবাদ:
ভরসন্ধ্যায় নিয়ন্ত্রনহীন মোটর ভ্যান এর সাথে ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল নিরীহ ভ্যানযাত্রীর। মৃতের নাম শশাঙ্ক শেখর শর্মা (৪০)। এই ঘটনায় বহরমপুর ৩৪নম্বর জাতীয় সড়কের ভাকুড়ি মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা যায়, শশাঙ্ক বাবু বহরমপুর তার আত্মীয়ের ইন্দ্রপ্রস্থের বাড়িতে মোটর ভ্যানে চেপে যাচ্ছিলেন।পথে আচমকা, ওই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে।মুহুর্তের মধ্যে শশাঙ্ক বাবুর মাথা ট্রাকের ধাক্কায় চৌচির হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।পুলিশ মোটর ভ্যান ও ট্রাক দুটিকে আটক করতে পারলেও চালকেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।