সংবাদদাতা, ক্যানিং :-
দ্রুতগতির মাশুল নিজের জীবন দিয়ে পূরণ করল এক স্কুল ছাত্র। দ্রুতগতির বাইক এর ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা পরানে খেকো গ্রামে। মৃত স্কুলছাত্র, সঞ্জয় নাইয়া (১৮)।

ক্যানিং রায়বাঘিনী হাই স্কুলে দ্বাদশ শ্রেণী ছাত্র সঞ্জয়। ঘটনা সূত্রে, বাড়ির সামনে দাঁড়িয়ে কালী পূজা বিসর্জন দেখছিল সঞ্জয়। আর সে সময় রাস্তা দিয়ে আসা একটি দ্রুতগতির বাইক ধাক্কা মারে সঞ্জয় কে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় সঞ্জয়,। এরপর তাকে তড়িঘড়ি ক্যানিং হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক।

সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হয় তাকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসা। আর আজ দুপুরে মৃত্যু হয় সঞ্জয়। ঘটনা শোকস্তব্ধ গোটা পরিবার। ও তার পরিবার জানায়, সঞ্জয় খুব ভালো ছাত্র ছিল এবং খেলাধুলা পারদর্শী ছিল। সে চলে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়ে সমস্ত গ্রাম পরিবার। আর আজ সঞ্জয় সভা ছেড়ে চলে যাওয়াতে স্কুল একদিনের জন্য ছুটি দিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ।