সংবাদদাতা, বাঁকুড়াঃ- এবার করোনা আবহের মধ্যেই ডেঙ্গু আতঙ্ক ছড়ালো বাঁকুড়া জেলায়। একেই তো করোনা ভাইরাস তার ওপর আবার নতুন করে ডেঙ্গুর আবির্ভাব ফলে বাঁকুরা জেলার বাসিন্দাদের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাই এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী বাঁকুড়া স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন। বর্ষাকাল আসা মাত্রই বাঁকুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় জল জমে ফলে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়, তাই আজ ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বাঁকুড়া জেলা স্বাস্থ্য আধিকারিকদের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। তাই এদিন থেকেই বাঁকুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধনের জন্য স্প্রে করা হল। এই স্প্রে করার মুল কারন যাতে বর্ষাকালে এলাকায় ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ না দেখা দেয়। বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ শ্যামল সরেন জানান, গ্রীষ্মকালে নিজেদের জীবন রক্ষার্থে প্রতিটা সাধারণ মানুষকে মশারি অবশ্যই ব্যবহার করতে হবে। বাঁকুড়া পৌরসভার বর্তমান বোর্ড অফ চেয়ার পারসন মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, বর্ষাকাল প্রায় আসন্ন তাই এই সময়ে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় তাই আমরা আগেই জেলার বিভিন্ন এলাকায় স্প্রে করা শুরু করে দিয়েছি। এমনকি তিনি প্রতিটি মানুষের উদ্দেশ্যে এও বলেন, এলাকার যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। অভিজিৎ দত্ত নামে বাঁকুড়া পৌরসভার এক বাসিন্দা বলেন , বর্তমানে করোনা আতঙ্ক তার মধ্যেই যদি আবার ডেঙ্গু আতঙ্ক দেখা দেয় তাহলে মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়বেন। তাই পৌরসভার উদ্যোগে ইতিমধ্যেই ডেঙ্গু নিধন স্প্রে শুরু করেছে। তবে তিনি বলেন পৌরসভা সারা বছর যেন এই ধারাবাহিকতা বজায় রাখে।