সংবাদদাতা,পুরুলিয়াঃ- পুরুলিয়ার ঝালদা শহর কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হল ঝালদা ইলেকট্রিক অফিসে। জানা যায় এদিন চার দফা দাবি নিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়। পুরুলিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ বলেন জেলার তথা রাজ্যের মানুষ আজ কঠিন পরিস্থিতির মধ্যে করোনা মোকাবিলায় ও লকডাউনের জেরে বিপর্যস্ত, তাই আমরা সেই সমস্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখে জেলার সাথে সাথে ঝালদা ইলেকট্রিক অফিসেও ডেপুটেশন দিলাম চার দফা দাবি নিয়ে। যার মধ্যে আমাদের মূল দাবি লকডাউন প্রাক্কালে তিনমাস ও আগাম তিনমাস মোট ছয় মাসের বিদুৎ বিল মুকুব করতে হবে। তাই রাজ্যের মাননীয়ার কাছে আমাদের এই দাবি নিয়ে ডেপুটেশন এছাড়াও ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গ্রামীণ বিদ্যুৎ সংযোগ কে ঝালদা শহরের সাথে সংযোগ করে দিতে হবে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন ঝালদা শহর কংগ্রেস সভাপতি অসীম সিনহা সহ স্থানীয় নেতৃত্ব।