জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়াঃ- পিছিয়ে পড়া পুরুলিয়া জেলায় করোনার দাপট ততটা মারাত্মক ছিল না। তবুও চালু হয়নি ট্রেন পরিষেবা । ফলে বিপাকে পড়েছে আমজনতা। এককথায় রেলের সঙ্গে যাদের রুটিরুজি জড়িয়ে আছে দুর্ভোগের শেষ নেই তাদের। সেইসব মানুষের কথা বিবেচনা করে সোমবার নাগরিক প্রতিরোধ মঞ্চ ঝালদা মহাকুমা শাখা কোটশিলা স্টেশন ম্যানেজারকে তিন দফা দাবিতে ডেপুটেশন দিল সাধারণ মানুষের সুবিধার্থে । তাদের দাবি অবিলম্বে আদ্রা শাখায় লোকাল ট্রেন চালু করতে হবে পাশাপাশি হকারদের রেলের কোচ হকারি করার সুযোগ দিতে হবে। উপস্থিত ছিলেন নাগরিক প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক তপন রজক ও সহযোগীরা।