eaibanglai
Homeদক্ষিণ বাংলাদুর্গাপুরে প্রতিবাদী বিজেপিকর্মীকে প্রকাশ্যে বেঁধে গণপ্রহার, অভিযুক্ত তৃণমূল। দেখুন ভিডিও

দুর্গাপুরে প্রতিবাদী বিজেপিকর্মীকে প্রকাশ্যে বেঁধে গণপ্রহার, অভিযুক্ত তৃণমূল। দেখুন ভিডিও

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ভোট পরবর্তী হিংসার রাজনীতি অব্যহত। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দুর্গাপুরেও দিন যত পেরোচ্ছে ততই তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ছে। দুর্গাপুরের স্টীল টাউনশিপ এলাকা, কাঁকসা, অন্ডালের পর এবার সেই একই রাজনৈতিক সংঘর্ষের ছবি ধরা পড়লো দুর্গাপুরের কমলপুরেও। এবার এক বিজেপিকর্মীকে প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তার ধারে বেঁধে রেখে এলোপাথাড়ি জুতো, ঘুষি এমনকি ইট দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের সেই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে বিজেপি ও সাধারণ মানুষের মধ্যে। জানা গেছে, দুর্গাপুরের কমলপুরের বাসিন্দা ওই বিজেপি কর্মীর নাম আনন্দ চন্দ্র। এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত আনন্দ গত বেশ কয়েকদিন যাবৎ এলাকায় অবৈধ পাথর খাদান এবং তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল। তার অভিযোগ, এলাকার তৃণমূল কর্মীরা পাথর খাদান থেকে নিয়মিত তোলাবাজি করে আসছিল। অভিযোগ তৃণমূলের এহেন বেআইনি কার্যকলাপের প্রতিবাদ করায় প্রতিশোধ নেওয়ার জন্য ওই বিজেপি কর্মী আনন্দ চন্দ্রকে প্রকাশ্যে হাত বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়েছে।

ঘটনায় নাম জড়িয়েছে এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত নিখিল নায়েকের ভাই ওকু নায়েক ও ভাইপো তন্ময় নায়েকের বিরুদ্ধে। মারধরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে আহত ওই বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments