নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের প্রকাশ্যে দুর্গাপুরের অটো এবং টোটো চালকদের মধ্যে দ্বন্দ্ব। শুক্রবার ফের যাত্রী তোলা নিয়ে অটো ও টোটো চালকদের মধ্যে বচসা শুরু হলে মুহূর্তে তা রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ। যাত্রী তোলা নিয়ে অটো চালক ও টোটো চালকদের মধ্যে প্রবল বিবাদ শুরু হয়। কিন্তু তখনকার মতো বিবাদ মিটে গেলেও শুক্রবার দুপুর নাগাদ সেই ঘটনার জের টেনেই ফের শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বচসা। বচসা ক্রমে হাতাহাতিতে পরিণত হলে দুপক্ষই বাঁশ, লাঠি নিয়ে দুপক্ষ একে অপরের ওপর হামলা শুরু করে। বাঁশের আঘাতে এক টোটো চালক অভিজিৎ দাসের মাথা ফাটে, পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিলে দুপক্ষেরই ৬ জন আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। বেশকিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। গুরুতর আহত টোটো চালক অভিজিৎ দাসকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে অটো ও টোটো চালকদের এহেন বচসার জেরে কার্যত শিল্পশহরে বন্ধ অটো ও টোটো পরিষেবা। যার জেরে গতকাল থেকেই ভুগছেন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ। শুক্রবার দুপক্ষের তুমুল সংঘর্ষের জেরে সেই পরিষেবা অনির্দিস্ট সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ায় কার্যত ভোগান্তি চরমে পৌছালো দুর্গাপুরবাসীর।
Home Flash News অটো ও টোটোতে যাত্রী তোলা নিয়ে রণক্ষেত্রে দুর্গাপুরের সিটিসেন্টার বাসস্ট্যান্ড, দেখুন ভিডিও