eaibanglai
Homeদক্ষিণ বাংলাপুজোর আগে ঝাঁ চকচকে বাসস্ট্যান্ড পেল দুর্গাপুরের সিটিসেন্টার

পুজোর আগে ঝাঁ চকচকে বাসস্ট্যান্ড পেল দুর্গাপুরের সিটিসেন্টার

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ পুজোর আগেই নব কলেবরে সামনে এল দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার বাসস্ট্যান্ড। শনিবার ঝাঁ চকচকে নতুন এই বাসস্ট্যাণ্ডের শুভ উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বছরেই আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে পুরনো বাসস্ট্যান্ডটি ভেঙে নতুন বাসস্ট্যান্ড তৈরীর পরিকল্পনা নেওয়া হয়। সেইমতো মাত্র আট মাসের মধ্যেই শিল্পাঞ্চলবাসীকে নতুন বাসস্ট্যাণ্ড উপহার দিল এডিডিএ। শুধু তাই নয় শনিবার পরিবহণমন্ত্রীর হাত ধরেই দুটি গুরুত্বপূর্ণ রুটের বাস পরিষেবার উদ্বোধন করেন তিনি। যার একটি আসানসোল থেকে ভায়া দুর্গাপুর, বিষ্ণুপুর, মেদিনীপুর হয়ে খড়গপুর আর অন্যটি দুর্গাপুর থেকে ভায়া বর্ধমান, আরামবাগ, মেচেদা হয়ে হলদিয়া পর্যন্ত । পাশাপাশি আগামী দিনে পরিবেশের কথা মাথায় রেখে সিএনজি বাস চালানোর কথাও ঘোষনা করেছেন মন্ত্রী। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার আরও এক মন্ত্রী মলয় ঘটক, এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জী, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান তমোনাশ ঘোষ সহ অন্যান্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments