eaibanglai
Homeদক্ষিণ বাংলাদুর্গাপুর শিল্পতালুকে সশস্ত্র ডাকাতদলের তান্ডব, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

দুর্গাপুর শিল্পতালুকে সশস্ত্র ডাকাতদলের তান্ডব, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ বিগত কয়েকমাসে শিল্পশহর দুর্গাপুরে শীর্ষস্থানে থাকা খবরগুলির মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে একের পর এক ঘটে যাওয়া চুরি ও ডাকাতির ঘটনা। সে তালাবন্ধ বাড়িতেই হোক কিংবা শিল্পতালুকের একাধিক কারখানাতেই হোক। নিত্যদিন চুরি ও ডাকাতির ঘটনার জেরে শিরে সংক্রান্তি বিভিন্ন কারখানা মালিকদের। এরই মধ্যে দুর্গাপুরের অঙ্গদপুর-রাতুড়িয়া শিল্পতালুকে এবং বাশকোপা শিল্পতালুকে গত কয়েকদিন ধরে সক্রিয় হয়েছে ২৫-৩০ জনের একটি সশস্ত্র ডাকাতদল। ওই এলাকার কারখানার কর্মী ও নিরাপত্তারক্ষীদের বয়ান অনুযায়ী, এই ডাকাতদলের বৈশিষ্ট্য হল, এদের সঙ্গে অত্যাধুনিক অস্ত্র ছাড়াও থাকছে বড় বড় পাথরের টুকরো। রাতের অন্ধকারে কারখানার বিশাল পাঁচিল মই কিংবা দড়ির সাহায্যে টপকে ভেতরে ঢুকে কারখানার দামী যন্ত্রাংশ, তামা, বিভিন্ন দামী সামগ্রী লুঠ করে চম্পট দিচ্ছে তারা। কোনও সময় কারখানার নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে গেলে নিরাপত্তারক্ষীদের বন্দুকের তোয়াক্কা না করেই পালটা বড় বড় পাথর ছোড়ে তারা। এরকম পরিস্থিতিতে দুশ্চিন্তায় কারখানা মালিকরা। নামপ্রকাশে অনিচ্ছুক কারখানার এক মালিকের বক্তব্য, পুলিশি টহলদারী চলে প্রত্যেকদিন, কিন্তু কোনও এক অজানা কারনে একাধিকবার চুরির ঘটনা ঘটলেও ডাকাতদলের কোনও কিনারা করতে পারছে না পুলিশ। শুধু তাই নয়, শিল্পতালুকের এই কারখানাগুলির নিরাপত্তা খাতে প্রত্যেক মাসে স্থানীয় থানায় সমস্ত কারখানা থেকে মোটা অঙ্কের টাকা জমা দেওয়া হয় বলে জানিয়েছেন ওই কারখানা মালিক। ফলে নিরাপত্তা বিষয়ে পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ জানিয়েছেন কারখানার মালিকরা। তাদের দাবী অবিলম্বে ওই সশস্ত্র ডাকাতদলকে গ্রেফতার করুক পুলিশ প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments