নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ দুর্গাপুরের অমরাবতীতে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা। ঘটনার এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করল নিউটাউনশিপ থানার পুলিশ। ধৃতদের নাম অষ্টম বাউরী (২৩ ), আকাশ বাউরী (২১) ও বিষ্ণু ক্ষেত্রপাল। এরা প্রত্যেকেই স্থানীয় ভ্যাম্বে কলোনী এলাকার বাসিন্দা। জানা গেছে, গত ২৮শে ডিসেম্বর রাতে অমরাবতী এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাঙ্কের ভল্ট খুলে টাকা লুঠের চেষ্টা করেছিল এই তিনজন। কিন্তু ভল্ট খোলার চেষ্টা করেতেই অ্যালার্ম বেজে যাওয়ায় ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। শুধু তাই নয়, পুলিশ সূত্রে জানা গেছে এই তিনজনই দুর্গাপুরের MAMC ও বিধাননগরের দুটি মন্দিরে চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিল। বৃহষ্পতিবার তিনজনকেই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।