eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের পারুলিয়ায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

দুর্গাপুরের পারুলিয়ায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সোমবার বিজেপি-তৃণমূল সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর। জানা গেছে, দুর্গাপুরের পারুলিয়ায় পাওয়ার গ্রিডে কয়েকদিন আগে চারজন ঠিকাশ্রমিক নিয়োগ করা হয়েছিল। অভিযোগ, রবিবার বিনা নোটিশে হঠাৎ করে ওই চারজন ঠিকাশ্রমিককে ছাটাই করে দেওয়া হয়। বিজেপির তরফে সরাসরি অভিযোগের আঙুল তোলা হয় তৃণমূল তথা শাসকদলের দিকে। বিজেপির অভিযোগ বেছে বেছে বিজপির তরফে নিয়োগ করা শ্রমিকদের পরিকল্পনা করে ছাঁটাই করা হচ্ছে। এই মর্মে সোমবার সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা পাওয়ার গ্রিডের সামনে জমায়েত হয়ে মিছিল ও অবস্থান বিক্ষোভ শুরু করে। বিজেপির অভিযোগ, মিছিল ও ডেপুটেশণ চলাকালীন আচমকায় জনা কয়েক তৃণমূল আশ্রতি দুস্কৃতি বিজেপির মিছিলে হামলা চালায়। মিছিল লক্ষ্য করে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করা হয় তৃণমূলের তরফে এদিন ঘোষিত কর্মসূচী ছিল। সেই কর্মসূচীতে বিজেপির গুন্ডাবাহিনী হামলা চালিয়েছে। দুপক্ষের এহেন রাজনৈতিক সংঘর্ষে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স। এলাকার পরিবেশ উত্তপ্ত থাকায় পুলিশি টহল রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments