eaibanglai
Homeএই বাংলায়দিদিকে বলো কর্মসূচি পালন করলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক

দিদিকে বলো কর্মসূচি পালন করলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক

প্রতিনিধি, বাঁকুড়া:- দিদিকে বলো কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। উচ্চ নেতৃত্বের সেই নির্দেশ পালনে বাঁকুড়ার জেলা তৃনমুল কংগ্রেস এর সাধারণ সম্পাদক হদয় মাধব দুবে বুধবার বড়জোড়া ব্লকের শিতলা গ্রামে দিদিকে বলো কর্মসূচির প্রচার অভিযান সারলেন। শিতলা গ্রামে পৌঁছে গ্রামবাসীদের সাথে কথা বললেন হৃদয় মাধব দুবে। শুনলেন নানান অভাব-অভিযোগের কথা। দিদিকে বল কর্মসূচির ভিজিটিং কার্ড ও ফোন নাম্বার গ্রামবাসীদের হাতে তুলে দিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কে সমস্যার কথা জানানোর অনুরোধ জানান হৃদয় বাবু। দীর্ঘক্ষণ গ্রামবাসীদের সাথে আলাপ-আলোচনার পর গ্রামের এক তৃণমূল কর্মীর বাড়িতে তিনি রাত্রিযাপন করেন। তৃণমূল কর্মীদের সাথে রাতের খাওয়া-দাওয়াও সারেন তিনি। বৃহস্পতিবার সকালে গ্রামে দলীয় পতাকা উত্তোলনের পর তৃণমূল কর্মীদের সাথে চা-চক্রে যোগ দেন হৃদয় বাবু।

২০১৯ এর লোকসভা নির্বাচনে সমগ্র বাঁকুড়া জেলায় ব্যাপক ভরাডুবি হয় তৃণমূলের। ২০১৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের দখলে থাকা দুটি লোকসভা আসনই বিজেপির দখলে চলে যাওয়ায় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় রাজ্য তৃণমূল নেতৃত্বের। জেলার রাজনৈতিক মহলের ধারণা মূলত জনসাধারণের সঙ্গে তৃণমূলের এক শ্রেণীর নেতৃত্বের অসুলভ আচরণ ও জনবিচ্ছিন্নের কারনই তৃণমূলের এই পরাজয়। বর্তমানে সেই জনসংযোগ বৃদ্ধিতে দিদিকে বল কর্মসূচির মাধ্যমে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল । তবে দিদিকে বল কর্মসূচির মাধ্যমে তৃণমূলের জনসংযোগের যে প্রচেষ্টা তা আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে কতটা ফলশ্রুত হয় সেটা অবশ্য বলবে সময়ই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments