এই বাংলায় ওয়েব ডেস্কঃ মাত্র ৬০ বছর বয়সে প্রয়াত হলেন ফুটবলের কিংবদন্তি ডিয়েগো মারাদোনা। নিজের ৬০তম জন্মদিন পালনের পরই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন।এরপরই চলতি মাসের শুরুতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচার সফলও হয়েছিল। যদিও শেষ রক্ষা হল না। বুধবার ব্যুনোজ় এইরেজে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি।
নিজের ফুটবল জীবনে যেমন দাপিয়ে খেলে গিয়েছেন, তেমনই আবার ২০০৮ সাল থেকে ২০১০ সাল অবধি আর্জেন্তিনার জাতীয় দলের কোচিংও করেছিলেন ডিয়েগো মারাদোনা। বিশ্ব ফুটবলের অন্যতম এই সেরা তারকা চার বার আর্জেন্তিনার জার্সি গায়ে ফুটবল বিশ্বকাপ খেলেছেন। ১৯৮৬ সালে আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের অধিনায়ক ছিলেন তিনিই। সে বার মারাদোনা গোল্ডেন বলও জিতেছিলেন। এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটি করার পর ফুটবল বিশ্ব মারাদোনাকে ‘হ্যান্ড অফ গড’ আখ্যা দেয়। আর সেই ম্যাচেই দ্বিতীয় গোলটি করলে, সেই গোল’গোল অফ দ্য সেঞ্চুরি’র আখ্যা পায়। ৫ জন প্লেয়ারের থেকে ড্রিবল করে সোজা নেটে পাঠানো গোলটি ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্তিনাকে চিনিয়েছিলেন মারাদোনাই। যতদিন ফুটবল থাকবে ততদিন শাশ্বত হয়ে থাকবে ডিয়েগো মারাদোনার নাম।