সংবাদদাতা, বালুরঘাট:- পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর উদ্যোগে ও ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজ্যজুড়েই। সেই ছাত্র যুব উৎসবের অংশ হিসাবে বালুরঘাট পুরসভার অন্তর্গত বালুরঘাট পৌর স্তরের ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হলো বালুরঘাট নাট্যতীর্থ মঞ্চে। ক,খ ও গ বিভাগের প্রতিযোগিতায় নাচ গান কবিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন আছে এই অনুষ্ঠানে। আজ এবং আগামীকাল মিলিয়ে দুই দিন ব্যাপি অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। আগামীকাল এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে। বিজয়ী প্রতিযোগিরা আগামী দিনে যে জেলা স্তরের ছাত্র যুব উৎসবে অংশগ্রহণ করতে পারবে। বালুরঘাট পৌর ছাত্র যুব উৎসব উপলক্ষে প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নদীপার উচ্চ বালিকা বিদ্যালয় আজ সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ করলো। সেই উপলক্ষে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করল নদীপার উচ্চ বালিকা বিদ্যালয়। এই শোভাযাত্রাটি নদীপার উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়ে সারা বালুরঘাট শহর প্রদক্ষিণ করে আবার নদীপার উচ্চ বালিকা বিদ্যালয় গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় বিদ্যালয়ের পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তী বর্ষ শুরুর বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন সবুজসাথী, জল ধরো জল ভরো, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পেরও বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। এই শোভাযাত্রা উপলক্ষে স্কুল ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।