মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন বাঁকুড়া পৌরসভা ভাইস চেয়ারম্যান দিলীপ আগারওয়াল

473

সংবাদদাতা, বাঁকুড়াঃ- আজ থেকে রাজ্য জুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এ বছর বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৭৩৮ জন। তবে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ১২৮৪ জন কমে গিয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ। কড়া নজরদারিতে চলছে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে চালু হয়েছে তিনটি হেল্প লাইন নম্বর। সকাল থেকেই বাঁকুড়া জেলার বিভিন্ন স্কুলের সামনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের লম্বা লাইন চোখে পড়েছে। এদিন বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ আগারওয়াল ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা বাঁকুড়া জেলা স্কুলে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন। আগামী দিনে যাতে ভালভাবে পরীক্ষা দিয়ে সফলভাবে উত্তীর্ণ হতে পারে সেই কামনা জানিয়েই এই পদক্ষেপ। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here