নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ- বর্দ্ধমানে কর্মীসভাই যোগ দিতে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কড়া সমালোচনা করেন, রাজ্যের দুর্গাপুজোগুলীকে ২৫০০০ টাকা করে অনুদান দেউয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে,” সরকারের কাজ পুজো অর্চনায় টাকা দেউয়া নয় , সরকারের কাজ সামাজিক কাজ করা সরকারকে ঠিকঠাক ভাবে পরিচালনা করা মানুষের উপকার করা , তিনি বলেন, যে রাজ্যের শিক্ষকদের বেতন হই না, সরকারী কর্মচারীরা ৭ম পে কমিশনে আটকে আছে অন্যান্য রাজ্যে চালু হয়েছে সেইখানে এই পশ্চিমবঙ্গে এইভাবে পয়সার অপচয় করা মেনে নেয়া যাইনা , উল্লেখ্য আজকেই সেই দিন যে দিন আসামে ৪১লক্ষ মানুষকে চিহ্নিত করে NRC এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন, সেদিনই দিলীপবাবু বলেন পশ্চিমবাংলাই বিজেপি ক্ষমতাই এলে বা পশ্চিমবাংলাই যেদিন বিজেপি ক্ষমতাই আসবে সেদিনই NRC লাঘু হবেই। তিনি বলেন এর মুখ্য উদ্দেশ্য বাংলাদেশী মুসলমানদের এরাজ্য থেকে তাড়ানো, কারন তার মতে বাংলাদেশী মুসলমানরা এদেশে এসেই এরাজ্যে বসবাস করছে বেআইনিভাবে এবং সমস্ত রকম আর্থিক, সামাজিক সুযোগ সুবিধা ভোগ কড়ছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশী হিন্দু যারা এসেছেন বা ভবিষ্যতেও আসবেন তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এবং সেক্ষেত্রে তিনি বলেন যে নাগরিক সংশোধনী বিল এ পরিবর্তন আনা হবে।
Home Flash News দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্যের নিন্দা করে দিলিপ বলেন সরকারের কাজ পুজো অর্চনায়...