বিনোদন ডেস্ক, এই বাংলায়ঃ মঙ্গলবার রাতে সুষমা স্বরাজের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছিল গোটা দেশ জুড়ে। বুধবার বিকেলেই শেষ কৃত্য সুসম্পন্ন করা হবে তাঁর। এরই মাঝে প্রকাশ্যে উঠে এল প্রযোজক তথা পরিচালক জে ওম প্রকাশের মৃত্যু সংবাদ। খবর ছড়িয়ে পড়া মাত্রই বলিউডে নেমে আসে শোকের ছায়া। শ্রদ্ধাজ্ঞাপন করে টুইটও করেন অমিতাভ বচ্চন। এদিন হৃত্বিক রোশনের দাদু জে ওম প্রকাশের মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রথম জানান অভিনেতা দীপক পারসর। বুধবার সকালে মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জে ওম প্রকাশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বুধবার সকালেই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করার উদ্দেশে। জে ওম প্রকাশের শেষ যাত্রায় তাঁকে কাঁধ দেন জামাই রাকেশ রোশন। সঙ্গে রইলেন একমাত্র নাতি হৃত্বিক রোশন। বলিউড সফরে একের পর এক বিগ-বাজেটের ছবি উপহার দিয়েছেন তিনি আশির দশকে। যে ছবিগুলো বক্স অফিসে নজির গড়া সাফল্যও এনেছিল রাতারাতি। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল আয়ি মিলন কী বেলা, আয়ে দিন বাহার কে, আয়া সাওয়ান ঝুমকে প্রভৃতি ছবি। বেশ কয়েকটি ছবিতে তিনি রাকেশ রোশনকেই মুখ্য ভুমিকায় রেখে ছিলেন। তাঁর একমাত্র মেয়ে পিঙ্কির সঙ্গে রাকেশ রোশনের বিয়ে দিয়েছিলেন তিনি। ফলে বর্তমানে রোশন পরিবারে নেমে আসে শোকের ছায়া। দাদুর মৃত্যুতে শোকাহত হৃত্বিক রোশনও।