সংবাদদাতা মুর্শিদাবাদ:-
সন্ধ্যের পর থেকে রাত গভীর হতেই শুরু হচ্ছে আইন ভাঙার প্রতিযোগিতা। সরকারি নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কান্দির বিস্তীর্ণ এলাকা জুড়ে শীতের রাতে আশপাশ জনশূন্য হতেই গ্রামবাসীদের একাংশ বিঘের পর বিঘে জমিতে নাড়া পুড়িয়ে দিব্যি সাফ করছে এলাকা। জমির গুণমান নষ্টের ও পরিবেশের চূড়ান্ত ক্ষয়ক্ষতির কোনো তোয়াক্কা না করেই এই গভীর রাতে নাড়া পোড়ানোর কাজ বলেই অভিযোগ। যদিও এই নাড়া পোড়ানো বন্দে কৃষি দপ্তরের ওরা নির্দেশিকা জারি রয়েছে। শুধু তাই নয় কৃষকদের সাথে দফায় দফায় কৃষি দপ্তরে আধিকারিকদের এই নিয়ে বৈঠক ও সেমিনার হয়েছে কয়েক দফায়। তার পরেও গভীর রাত হলেই এই সমস্যা বাড়তে থাকায় রীতিমতো কপালে ভাঁজ পড়েছে কৃষি দপ্তরের। এই ব্যাপারের কান্দি মহকুমার এক কৃষি আধিকারিক বলেন,”আমরা বহুবার এই বেআইনী কাজ রক্ষা নিয়ে বাসিন্দাদের সাথে আলোচনা করেছি তারপরেও তারা আমাদের চোখ ফাঁকি দিতে গভীর রাতে এই নাড়া পোড়ানোর বেআইনি কাজ শুরু করেছে। এর ফলে পরিবেশ ও জমির চূড়ান্ত ক্ষতি অবশ্যম্ভাবী”।