সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের মটগোদা গ্রামে অনুষ্ঠিত হল একটি বিরাট রক্ত দান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ পাঠক মহাশয় বলেন – ” তুচ্ছ নয় রক্ত দান , বাঁচতে পারে একটি প্রাণ। এই শিবিরে ১১ জন মহিলাসহ ৭০ জন রক্ত দান করেন। এবং ১২০ জনকে বস্ত্র দান করা হয়।

এই শিবিরে উপস্থিত ছিলেন – বাঁকুড়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রাজকুমার সিংহ মহাশয়, বাঁকুড়া জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় তীর্থঙ্কর কুন্ডু মহাশয় এবং উপস্থিত ছিলেন রাইপুর বিধান সভার বিধায়ক মাননীয় বীরেন্দ্রনাথ টুডু মহাশয়।
