সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ- বৃহস্পতিবার সন্ধ্যায় পাণ্ডবেশ্বরের নামো পাড়ায় বসন পরো অনুষ্ঠানে এলাকার ২০০ গরীব দুস্থ মহিলাদের নতুন বস্ত্র প্রদান করা হল । অনুষ্ঠানের আয়োজক তথা স্থানীয় তৃণমূল নেতা যমুনা ধীবরের উদ্যোগে এই অনুষ্ঠান । এই অনুষ্ঠান সম্পর্কে যমুনাবাবু জানান,পুজোর মরসুমে যে সব গরীব মানুষদের নিজেদের জন্য নতুন বস্ত্র ক্রয় করবার সামর্থ নেই তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । তার হাত দিয়েই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচণা করা হয়। অন্যদিকে পুজোর সময় নতুন বস্ত্র পেয়ে খুশি গরীব দুস্থ মানুষেরাও। এলাকারই এক দুস্থ মহিলা রুক্মিণী বাগদি জানান আর্থিক অনটনের জন্য পুজোর আনন্দ তাদের কাছে অধরাই থেকে যায়। তাই এবছর নতুন বস্ত্র পেয়ে বেজায় খুশি তাঁরা।