সংবাদদাতা, অন্ডালঃ- আজ মঙ্গলবার অন্ডাল ব্লকের কাজোড়া পঞ্চায়েত এলাকায় “মাটির সৃষ্টি” প্রকল্প পরিদর্শন করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। সাথে ছিলেন অন্ডালের ভিডিও হৃত্বিক হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রাণকৃষ্ট নুনিয়া সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। উল্লেখ্য, চলতি মাসে কাজোড়ার বড় ডাঙ্গা এলাকায় ২০ একর সরকারি খাস জমিতে “মাটির সৃষ্টি” প্রকল্প- এর সূচনা হয়। বিডিও ঋত্বিক হাজরা জানান, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে এই প্রকল্পটি গড়ে উঠবে। থাকবে কেরালা প্রজাতির কলা গাছের বাগান, আরবের খেজুর গাছের বাগান, নারকেল গাছ সহ জাঙ্কফুডের বিভিন্ন ফলের গাছ। এছাড়া প্রকল্পে মাছ চাষ, কৃষি কাজ ও সবুজায়নও করা হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য মঞুর করা হয়েছে ৪৪ লক্ষ টাকা। জেলাশাসক পূর্ণেন্দু বাবুও বলেন, শুধু রাজ্যের নয় গোটা দেশের মধ্যে দৃষ্টান্ত মূলক প্রকল্প হবে এটি। প্রকল্পের মাধ্যমে যেমন স্থানীয় মানুষজন কাজ পাবে তেমনি এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। আগামী দিনে এই প্রকল্প ঘিরে এলাকায় পর্যটন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ও তৈরি হবে বলে জানান তিনি।