‘এই বাংলায়’র খবরের জের বিষ্ণুপুর হাসপাতালে মহিলার শ্লীলতাহানির ঘটনায় শোকজ নোটিশ করল বিষ্ণুপুর জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট

583

সংবাদদাতা বাঁকুড়াঃ- অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল এক অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে গত ৭/০৪/২০ । ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের। মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক যুবক চিকিৎসা করার নাম করে হাসপাতালে পাঁচ তলার একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে ওই মহিলাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেন ওই মহিলা। অজ্ঞাতপরিচয় যুবক মহিলাটি কে হুমকি দিয়ে বলে এই ঘটনার কথা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে। পরে ওই নির্যাতিতা মহিলা বিষয়টি তার স্বামীকে জানালে বিষ্ণুপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেন তারা।

এই খবরটি গতকাল আমাদের ‘এই বাংলায়’ ওয়েবপোর্টালে সম্প্রচার করার সঙ্গে সঙ্গেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের স্বাস্থ্যবিভাগের বিষ্ণুপুর জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট শোকজ নোটিশ করেন নিরাপত্তার দায়িত্বে থাকা হাসপাতাল কর্মীদের। উক্ত ওই শোকজ নোটিশ এ সুপারেনটেনডেন্ট জানতে চেয়েছেনঃ-

ক) কিভাবে সেই বহিরাগত ব্যক্তিকে গেটে প্রবেশের জন্য অনুমতি দেয়া হয়েছিল ?
খ) অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি মহিলাকে নিয়ে বাইরে বেরিয়ে যাবার সময় কেন ব্যাপারটি কারো দৃষ্টিগোচর হল না ?
গ) বেরিয়ে যাবার সময় কেন গেট পাস দেখতে চাওয়া হলো না ?

বিষ্ণুপুর জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট মোট ৮ জন কে এই বিষয়ে শোকজ নোটিশ করেন। যে ৮ জনকে শোকজ করা হয়েছে তারা হলেনঃ-

১) অসিত বাঘতি (সিকিউরিটি সুপারভাইজার, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল)
২) বুদ্ধদেব চন্দ্র (সিকিউরিটি, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল)
৩) বলরাম কর্মকার (সিকিউরিটি, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল)
৪) তাপস পরতিহার (সিকিউরিটি, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল)
৫) সঞ্জীব ভদ্র (সিকিউরিটি, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল)

বিষ্ণুপুর জেলা হাসপাতালের যে ৩ জনকে শোকজ করা হয়েছে তারা হলেনঃ-

১) জয় ব্যানার্জি (সিকিউরিটি সুপারভাইজার, বিষ্ণুপুর জেলা হাসপাতাল)
২) বিপদতারণ কাইতি (সিকিউরিটি, বিষ্ণুপুর জেলা হাসপাতাল)
৩) দীপক গড়াই (সিকিউরিটি, বিষ্ণুপুর জেলা হাসপাতাল)

উক্ত ব্যক্তিগণকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের শোকজ নোটিশের জবাব দিতে বলেছেন বিষ্ণুপুর জেলা হাসপাতালে সুপারিনটেনডেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here