সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ-
দক্ষিণ দিনাজপুর জেলার জেলা আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলার দরিদ্র মহিলারা স্বনির্ভর হয়ে চলেছেন। জেলা আনন্দধারা প্রকল্পের আওতায় জেলার দরিদ্র মহিলাদের স্বনির্ভর করতে জেলার মহিলা সমবায়ের মাধ্যমে স্বনির্ভর দলগুলিকে কিছুদিন আগে বেশ কয়েক কোটি ঋন দিয়েছে রাজ্য সরকার। সেই ঋনদানের ক্ষেত্রে যে সমস্ত স্বনির্ভর দল গুলি ভালো কাজ করেছে এবং যে সমস্ত সংঘ সমবায়ের কর্মী ঋনদানের তদারকির দায়িত্ব নিযুক্ত তাদের মধ্যে যারা ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত করল জেলা আনন্দ ধারা প্রকল্পের আধিকারিকরা। আজ ডি আর ডি সি ট্রেনিং সেন্টারে এই অনুষ্ঠান উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা আনন্দধারা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর খালেদ কায়সার, জেলা আনন্দধারা প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টরদ্বয় চৈতালি দত্ত, ইয়াংকি কলিতাস কারগে সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলার সংঘ সমবায় গুলিকে উৎসাহিত করতে জেলা আনন্দধারা প্রকল্পের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার বিভিন্ন স্বনির্ভর দল ও মহিলা সমবায় গুলি।