সংবাদদাতা, কাঁকসাঃ- বুদবুদের রনডিহা ড্যাম্পে ডলফিন দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। গত কয়েকদিন আগে সকালে হঠাৎই এলাকায় খবর ছড়িয়ে পরে যে ড্যাম্পে একটি ডলফিন দেখা গেছে। এরপরই গোটা এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন রনডিহা ড্যাম্পে। তবে দামোদর নদে ডলফিন আসার খবর বনদপ্তর কে জানানো হলে বনদপ্তরের কর্মীরা ড্যাম্পের সামনে সজাক রয়েছেন এবং নজরদারি চালাচ্ছেন আদৌ ওই এলাকায় ডলফিন ঢুকেছে কিনা। স্থানীয়রা জানাচ্ছেন প্রায়দিনই সকালে ডলফিন দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সাথে তেমন ভাবে কারো নজরে আসছে না।