সংবাদদাতা, ক্যানিং : আজ মহালয়ে র শুভ দিনে , ক্যানিং মাতলা নদীতে তর্পণ করতে এসে জোয়ারে জলে তলিয়ে যেতে গিয়েও ,প্রাণে বেঁচে ফিরলো চার যুবক। শনিবার সকালে মহালয়া উপলক্ষে মাতলা নদীতে তর্পণ করতে আসে সাত জনের একটি দল। আর সেই সময় নদীতে তখন ভাটা চলছে। এরপর হঠাৎই জোয়ারের জল তীব্র গতিতে চলে আসে প্রবল বেগে। আর তখনই জোয়ারে জলে ভেসে যেতে থাকে চার যুবক। অবশেষে নৌকার দড়ি ধরে তারা কুলে পৌঁছায়। অন্য কয়েকজন এসে তাদেরকে উদ্ধার করে।