সংবাদদাতা,বাসন্তী :-
রাস্তায় টোটো চালাতে নিষেধ করে কয়েকজন মদ্যপ যুবক। আর সেই টোটো চালানো নিয়ে বিবাদের জেরে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত ২ টোটো চালক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ৪ নম্বর হরেকৃষ্ণপুর গ্রামে। আহত টোটো চালক, অজয় রায় (৩০) ও মইদুল মোল্লা (৩৫)। ঘটনা সুত্রে, রাস্তা দিয়ে টোটো চালিয়ে বাড়ি ফিরছিল দুই চালক। এরপর তাদের পথ আটকে দাঁড়ায় কয়েকজন মদ্যপ যুবক। আর তাদের টোটো চালাতে নিষেধ করে তারা।

এই নিয়ে বাদানুবাদ শুরু হয় দুই পক্ষের। আর সেই বাদানুবাদের জেরে, দুই টোটো চালক কে রড ও লাঠি দিয়ে রাস্তায় ফেলে এলোপাতাড়ি মারধর করে কয়েকজন মদ্যপ যুবক। এরপর তাদের গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি নিয়ে যায় বাসন্তী গ্রামীণ হাসপাতাল।

সেখানে তাদের অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতাল চিকিৎসাধীন আহত ২ টোটো চালক। এ বিষয়ে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার।