সংবাদদাতা, ক্যানিং:- রেষারেষি তে মত্ত চালক। অপরকে টেক্কা দিতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। অটো উল্টে গুরুতর আহত হলেন চার মহিলা ও চালক সহ এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার পরানে খেকো বাজারে। আহতদের মধ্যে, বৃদ্ধ জালাল ঘোরামি(৭১), ছফুরা ঘরামি (৬১), আনোয়ারা ঘরামি(৬৪), সেলিমা ঢালী(১৪), ও চালক সাইফুদ্দিন মোল্লা(৩৫)। ঘটনা সূত্রে, ক্যানিং গোলাবাড়ি রোডে, গোলাবাড়ি থেকে ৮ জন যাত্রী নিয়ে ক্যানিং এর দিকে আসছিল একটি অটো। আর অত্যাধিক যাত্রী নিয়ে রেষারেষিতে মত্ত ছিল চালক। দ্রুত গতিতে আসার অপরকে টেক্কা দিতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। অটো উল্টে গুরুতর আহত হলেন অটো থাকা ৮ জন যাত্রী যাত্রী। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এরপর এক বৃদ্ধ অবস্থার দ্রুত অবনতি হয় তাকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। ঘটনা খবর পাওয়া মাত্র ক্যানিং হাসপাতালে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ। আর অটো চালককে আটক করে পুলিশ।