eaibanglai
Homeএই বাংলায়সামনে পুজো, এখনো কাপড়ের দোকানগুলো ফাঁকা

সামনে পুজো, এখনো কাপড়ের দোকানগুলো ফাঁকা

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরাঃ- দুর্গাপুজো মানেই নতুন পোশাক। ধনী থেকে গরীব প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো নতুন পোশাক কেনে। মোটামুটি এইসময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় উপচে পড়ে কাপড়ের দোকানগুলোতে। কর্মরত কর্মীরা বিশ্রামের সুযোগ পায়না। করোনার আতঙ্ক কাটিয়ে প্রায় দু’বছর পর পূর্ণোদ্যমে দুর্গাপুজো হতে চলেছে। ফলে ব্যবসায়ীদের মনে আশা ছিল গত দু’বছরের মন্দা কাটিয়ে এবার হয়তো ভাল ব্যবসা করা যাবে। কিন্তু কি আশ্চর্য পুজোর মাত্র কয়েকদিন আগেও, শহর অথবা গ্রাম, দোকানগুলো কার্যত ফাঁকা। স্বাভাবিক ভাবেই হতাশা দেখা যাচ্ছে দোকান মালিকদের মধ্যে।

কথা হচ্ছিল গ্রামের দিকের জনৈক কাপড়ের দোকানের মালিক বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে। তিনি বললৃন- পুজো উপলক্ষ্যে এখনো পর্যন্ত দোকানে সেভাবে ভিড় হচ্ছেনা। টুকটাক বিক্রি হচ্ছে। হয়তো ধান উঠলে একটু বিক্রি বাড়তে পারে। সেই আশায় আছি।

অন্য দিকে শহরের জনৈক কাপড়ের দোকানের মালিক অশেষ দত্ত বললেন – বিভিন্ন এলাকার মানুষ আমাদের দোকানে কাপড় কিনতে আসে। আপাতত অন্যান্য বারের তুলনায় বিক্রি কার্যত কম। প্রতি বছর এই সময় চার-পাঁচজন ছেলেকে অস্হায়ীভাবে নিয়োগ করে থাকি। এবার সেটা হয়নি। হয়তো চাকরিজীবিদের বেতন হলে কিছুটা বিক্রি বাড়তে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments