নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- চলতি মাসের শেষে দুদিনের সফরে আসানসোল দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আগামী ২৮ জুন আসানসোলে লোকসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জয়ী করার জন্য আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতে একটি কর্মিসভা করবেন আসানসোলে। তার পরের দিন দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন দুর্গাপুরে।
তারা আগে শুক্রবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুর মহকুমার সার্বিক উন্নয়ন নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করল জেলা প্রশাসন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরী পাণ্ডবেশ্বরেরর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। পঞ্চায়েত স্তরে এখনো কোনো উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে কিনা ব্লক প্রশাসনের কাছে জানা হয়। এখনো যেসব জায়গায় উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে তা নিয়ে তৎপরতাও দেখা যায় বৈঠকে।
