eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার বিলগ্নীকরণের প্রতিবাদে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ

দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার বিলগ্নীকরণের প্রতিবাদে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ গত কয়েক বছর ধরেই শিল্পাঞ্চল দুর্গাপুরের এক জ্বলন্ত সমস্যা দুর্গাপুর ইস্পাত কারখানার বিলগ্নীকরণ ইস্যু। কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরন নীতির বিরোধিতায় দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক সংগঠন থেকে শুরু করে শ্রমিকরা একাধিকবার বিক্ষোভ, ধর্নাশিবির, হরতাল চালিয়েছেন। কিন্তু এতসব সত্বেও চিঁড়ে ভেজেনি কেন্দ্রীয় সরকারের। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে মিশ্র ইস্পাত কারখানাকে বিলগ্নীকরণের পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এহেন পরিস্থিতি একপ্রকার বাধ্য হয়েই পথে নেমেছে দুর্গাপুরের সিআইটিইউ এবং আইএনটিইউসিসহ আটটি শ্রমিক সংগঠনের নেতানেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা। শনিবার মিশ্র ইস্পাত কারখানা বিলগ্নীকরনের প্রতিবাদে দুর্গাপুরে এক মহামিছিলের ডাক দেওয়া হয় একাধিক শ্রমিক সংগঠনের তরফে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের এই অনড় নীতির প্রতিবাদে দুর্গাপুরের ২ নং জাতীয় সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিশাল পুলিশবাহিনী ট্রাফিক এসিপি শাশ্বতি শ্বেতা সামন্ত সহ এসিপি পূর্ব আরিশ বিলালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের জাতীয় সড়ক থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। দীর্ঘক্ষন অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। পরে কিছুক্ষন পর অবরোধ উঠে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments